• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

বুধেও ফের ইডির মুখোমুখি সোনিয়া! 

মঙ্গলবারই ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। এরপরই বুধবারও তাঁকে তলব করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে এদিন বেলা এগারোটা নাগাদ ইডি দপ্তরে উপস্থিত হন সোনিয়া গান্ধি।

Udaipur: Congress Interim President Sonia Gandhi addresses during the 'Nav Sankalp Chintan Shivir- 2022', in Udaipur on Friday, May 13, 2022. (Photo: IANS)

মঙ্গলবারই ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। এরপরই বুধবারও তাঁকে তলব করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে এদিন বেলা এগারোটা নাগাদ ইডি দপ্তরে উপস্থিত হন সোনিয়া গান্ধি।

ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি।

এই নিয়ে এই মামলায় তৃতীয় বার কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের মুখোমুখি তিনি। জানা গিয়েছে, এদিন রাহুল ও প্রিয়াঙ্কা দু’জনই গাড়িতে সোনিয়াকে ইডির দপ্তরে পৌঁছে দেন।

ইডির এক সূত্র সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছে, আজকেই সম্ভবত শেষবার এই মামলায় ইডির জিজ্ঞাসাবাদ সোনিয়াকে।

গত ২ দিনে ৬৫ থেকে ৭০টির মতো প্রশ্নের উত্তর দিতে হয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে।

ইডি সূত্রের দাবি, ৭৫ বছরের নেত্রীকে বেশ দ্রুতই জবাব দিতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, বুধবারও মোটামুটি ৩৫-৪০টি প্রশ্ন বরাদ্দ রয়েছে সোনিয়ার জন্য।

জানা গিয়েছে, সোনিয়ার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে রাহুল গান্ধির সঙ্গে তাঁর দেওয়া উত্তরগুলি মিলিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা।

এদিকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ প্রশ্ন তুলেছেন, কেন অসুস্থ সোনিয়া গান্ধিকে বারবার তলব করছে ইডি।

তাঁর মতে, যেখানে রাহুলকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে, এরপরও বর্ষীয়ান কংগ্রেস নেত্রীকে এতবার ডাকার যুক্তি নেই।