• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

চিন্তা বাড়ালো দেশের করোনা সংক্রমণ, মৃত্যু বেড়ে ৩১৮

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০হাজারের সীমা ছাড়িয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত ২২ হাজার ৪৩১ জন।

প্রতীকী ছবি (Photo by Johan ORDONEZ / AFP)

সামনেই উৎসবের মরশুম। একের পর এক উৎসব পালিত হবে দেশজুড়ে। এর মধ্যে ফের চিন্তার কারণ সংক্রমণ। পরপর কিছুদিন আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে থাকার পর আবারও বাড়লো করোনা গ্রাফ।

গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ২০ হাজারের সীমা ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮৩৩ জন।

Advertisement

এদিকে আবার করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা সামান্য কমেছে। ২৪ হাজার ৬০২ জন সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গতকাল পর্যন্ত ওঠানামা করছিল মৃত্যুর গ্রাফ। দেশে একদিনে মৃতের সংখ্যা স্থিতিশীল নয়।

Advertisement

গত এক সপ্তাহে সেই সংখ্যাটা কখনও বেড়ে ৩০০ হয়েছে, কখনও আবার কমে ২০০-র ঘরে ঘোরাফেরা করেছে। উৎসবের মরশুমে কেরলে বেৱে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। কিছুদিন পর সেই সংখ্যা এক ধাক্কায় হ্রাস পেয়েছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে কেরলে ফের বাড়ছে আক্রান্তের গ্রাফ। এখনও দেশে প্রথম স্থানে রয়েছে কেরল।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬১২। এর আগে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু পুনরায় সংখ্যাটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়েছে কিছুটা। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন।

অন্যদিকে তামিলনাড়ুতেও বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে, ১ হাজার ৪৩২ জন। চতুর্থ স্থানে থাকা কর্নাটকের আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫২৩ জন।

Advertisement