• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল

এক লাফে ৪১ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১৮৭২ টাকা।

কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এক লাফে ৪১ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১৮৭২ টাকা। এর আগে মার্চে সিলিন্ডারপিছু ৬ টাকা করে বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। রেস্তরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম কমেনি।

দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৩ টাকা থেকে কমে হল ১৭৬২ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৫৫ টাকা থেকে কমে হল ১৭১৪ টাকা। চেন্নাইতে ১৯৬৫ টাকা থেকে কমে ১৯২৪ টাকা হল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আর কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯১৩ টাকা থেকে কমে হল ১৮৭২ টাকা।

Advertisement

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম পরিবর্তিত হয়। তার ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক এলপিজির দাম কমেনি। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ডোমেস্টিক এলপিজির দাম কমানো হয়েছিল।

Advertisement

২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে একধাক্কায় ১০০ টাকা দাম কমানো হয়েছিল। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি দামে। ১৪ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫০ টাকা।

Advertisement