• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাহুলকে নোটিস কমিশনের, ‘ভোট চুরি’ পোর্টাল কংগ্রেসের

রাহুল জানিয়েছেন, তিনি লোকসভায় বিরোধী দলের নেতা এবং সর্বসমক্ষে যা বলছেন, তিনি তার দায়িত্ব নিয়েই বলছেন এবং তার জন্য হলফনামার প্রয়োজন নেই।

রাহুল গান্ধী।

২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল নিয়ে তিনদিন আগে বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। তাঁর মতে, নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এবং কেন্দ্রে সরকার গড়ার পেছনে হাত ছিল কমিশনের। কর্ণাটকের নির্বাচনের ফলাফল নিয়ে রাহুলের দাবি, রাজ্যের ১৯টির মধ্যে সব ক’টি আসনে জয়ের কথা ছিল কংগ্রেসের। কিন্তু ভোট চুরির ফলে সেখানে আসন সংখ্যা হারায় কংগ্রেস।

রাহুলের এই ভোট চুরির অভিযোগের প্রমাণ চাইল নির্বাচন কমিশন। কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসার রাহুল গান্ধীকে পাঠানো নোটিসে জানিয়েছেন, ‘জনৈক ভোটার গত লোকসভা নির্বাচনে দু’বার ভোট দিয়েছেন। আপনি আপনার এই অভিযোগের উপযুক্ত প্রমাণ জমা দিন। অন্যথা কমিশন আপনার বিরুদ্ধে আদালতে যেতে বাধ্য হবে।’

Advertisement

কিন্তু তাতে দমে যেতে রাজি নয় কংগ্রেস। বরং ভোটার তালিকা সংশোধনে অনিয়ম, ভোট চুরি, এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশ জুড়ে আন্দোলনের কর্মসূচি নিতে চলেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার দলের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন। সেখানে দেশ জুড়ে আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল রবিবার দিল্লিতে বলেছেন, এই ইস্যুতে পিছু হটার কোনও প্রশ্নই নেই। এরপর অন্যান্য রাজ্যের ভোটে কারচুপিও এবার ফাঁস করা হবে।

Advertisement

শুধু তাই নয়, ভোটে কারচুপির প্রশ্নে নির্বাচন কমিশনের উপর আরও চাপ বাড়াতে অনলাইনে প্রচারের কৌশল নিল কংগ্রেস। দলের পক্ষ থেকে ‘ভোট চুরি’ নামে একটি ওয়েব পোর্টাল চালু করা হল রবিবার সেখানে লগ-ইন করে ভোট চুরি প্রসঙ্গে যে কেউ নিজের মতামত জানাতে পারবেন।

উল্লেখ্য, কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগ এনে রাহুল বলেন, ‘কর্ণাটক এবং মহারাষ্ট্রের নির্বাচনে কংগ্রেসের ফলাফলই এর প্রমাণ। বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রের বিবরণ দিয়ে রাহুল বলেন, এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছে ৬,২৬,২০৮টি ভোট। বিজেপি ৬,৫৮,৯১৫টি ভোট। হারজিতের ব্যবধান ছিল ৩২,৭০৭ ভোট। অন্যদিকে, মহাদেবপুরা বিধানসভা আসনে দুই দলের তফাত ছিল ১,১৪,০৪৬ ভোট।

ফলে এইভাবে এক লক্ষ ভোট চুরি হয়েছে।’ তিনি বলেছিলেন, বেঙ্গালুরুতে একটি ঠিকানায় একজনও বাস করেন না, কিন্তু ভোটার তালিকায় ৪৪ জনের নাম আছে এবং সবাই ভোটও দিয়েছেন। রাহুল গান্ধীর ভোট চুরি ও তালিকায় কারচুপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁকে হলফনামা জমা দিতে বলেছে। কিন্তু রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি লোকসভায় বিরোধী দলের নেতা এবং সর্বসমক্ষে যা বলছেন, তিনি তার দায়িত্ব নিয়েই বলছেন এবং তার জন্য হলফনামার প্রয়োজন নেই। তিনি সংবিধান ও গণতান্ত্রিক পদ্ধতির পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন।

Advertisement