দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ২০১৯ সালে। এখনও সেই আন্দোলন স্তিমিত হলেও পুরােপুরি উবে যায়নি। বুধবার কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় সাফ জানাল, নাগরিকত্ব সংশােধনী আইন পরিবর্তন করার প্রশ্নই ওঠে না।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ আবদুল ওয়াহাবের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, নাগরিকত্ব সংশােধনী আইন সংক্রান্ত বিধি প্রকাশিত হওয়ার পর যাঁরা নাগরিকত্ব পাওয়ার যােগ্য, তারা আবেদন করতে পারেন।
Advertisement
এই নিয়ে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আইন কার্যকরী হয়েছে ২০২০ সারে ১০ ডিসেম্বর। নাগরিকত্ব সংশােধনী আইন অনুযায়ী বিধি তৈরির জন্য ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময় নেওয়া হয়েছে।
Advertisement
করােনা ঠেকাতে টিকাকরণের কাজ শেষ হলে ভারতে নাগরিকত্ব সংশােধনী আইন কার্যকর করা হবে। কিন্তু নাগরিকত্ব আইন সংশােধন করার কোনও প্রশ্নই নেই বলে এদিন রাজ্যসভায় জানিয়ে দেন ন্দ্রেীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
Advertisement



