ফের অজানা রােগের প্রকোপ অসুস্থ ২২ শিশুর মধ্যে মৃত৬, ১৪ জনের চিকিৎসা চলছে

 ফের খবরের শিরােনামে বিহার।অজানা অসুখের শিকার ছ’টি শিশু

Written by SNS Patna | July 10, 2019 5:25 pm

প্রতীকী ছবি(Getty Images)

ফের খবরের শিরােনামে বিহার।অজানা অসুখের শিকার ছ’টি শিশু।মগধের মডিকেল কলেজ হাসপাতালে একিউট এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে কাতারে কাতারে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখনও পর্যন্ত পাওয়া খবরে মােট ২২টি শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যাদের মধ্যে ইতিমধ্যেই দুজনের মত্য হয়েছে।১৪ জনের শরীরে একিউট এনকেফেলাইটিসের ভাইরাস পাওয়া গিয়েছে।

হাসপাতালের সুপার বি কে প্রসাদ জানিয়েছেন,এখনও পর্যন্ত শিশু গুলির মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিস্তৃত রিপাের্ট এলে সম্পূর্ণটা জানা যাবে।

তিনি আরও জানিয়েছেন , সমস্ত শিশুর মেডিকেল রিপাের্ট পাটনায় পাঠানাে হয়েছে।সব মিলিয়ে বিহারে এখনও পর্যন্ত ১৮০টি শিশুর মৃত্যু হয়েছে।যার মধ্যে ৪ ও ৫টি শিশুই মুজফফরপুরে।চম্পারণ ও বৈশালী এলাকায় অজানা রােগে আক্রান্ত হয়েছেন অনেকেই।