কয়লাকাণ্ডে এবার যােগীরাজ্যে সিবিআই, সেখানেও লালা-যােগ

কয়লাকাণ্ডে এবার উত্তরপ্রদেশে হানা সিবিআই-র। উঠে আসছে কয়লা পাচার চক্রের পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার নামও।

Written by SNS Lucknow | March 3, 2021 1:51 pm

সিবিআই-র সদর দপ্তর। (File Photo: IANS)

কয়লাকাণ্ডে এবার উত্তরপ্রদেশে হানা সিবিআই-র। উঠে আসছে কয়লা পাচার চক্রের পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার নামও। মঙ্গলবার সকালে বারাণসীতে অভিযান চালায় সিবিআই-র একটি দল। সিবিআই জানতে পেরেছে, শুধু এ রাজ্যেই নয়, লালার কালাে হাত যােগী রাজ্যেও পৌঁছেছিল।সেখানেও কয়লা পাচার করতেন তিনি। কোথায় কার কাছে কয়লা যেত তা জানতেই এদিনের সিবিআই অভিযান। 

গত কয়েকদিন ধরে কয়লাকাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। কলকাতার একাধিক ব্যবসায়ী তদন্তকারীদের আতস কাচের নিচে। উঠে এসেছে বেশ কিছু প্রভাবশালীর নামও। আর এদের প্রত্যেকের সঙ্গে কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে লালার নাম। কেউ সরাসরি টাকা পেয়েছেন লালার থেকে। কেউ আবার লালা ও কোনও প্রভাবশালীর মাঝে সেতুর কাজ করেছেন। 

বিনয় মিশ্র, গণেশ বাগাড়িয়া কিংবা রণধীর বার্নওয়াল- তালিকা আরও দীর্ঘ। তবে এবার বাংলা ছাড়িয়ে উত্তরপ্রদেশেও খোজ মিলেছে লালার জালের। বারাণসীতেও লালাকয়লা পাচার করতে বলে অভিযােগ। সেই সুত্রেই মঙ্গলবার বারণসীতে তল্লাশিতে নামে সিবিআই। কার কাছে কত কয়লা যেত তারই খোঁজখবর করছেন সিবিআই কর্তারা।