• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভোরে জম্মুর পুঞ্চে বিস্ফোরণের শব্দ! তড়িঘড়ি ‘ব্ল্যাকআউট’

জম্মু-কাশ্মীরের পুঞ্চে বিস্ফোরণের শব্দ। শুক্রবার ভোরে আচমকা এই শব্দ শোনা যায়। এই শব্দ কিসের এবং এর উৎসস্থল কোথায়, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জম্মু-কাশ্মীরের পুঞ্চে বিস্ফোরণের শব্দ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার ভোরে আচমকা এই শব্দ শোনা যায়। এই শব্দ কীসের এবং এর উৎসস্থল কোথায়, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা বা এলওসি-র কাছে শব্দটি শোনা যায়। এই শব্দ পাওয়ার পরপরই ফের হাই অ্যালার্ট জারি করা হয়। জম্মু ও কাশ্মীরের প্রায় সব জায়গাকে ফের ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ওই সমস্ত এলাকা অন্ধকারে ডুবে ছিল। একই সঙ্গে সাইরেনও বাজানো হয়।

বৃহস্পতিবার রাত থেকে গোলাগুলি শুরু হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। জম্মুর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাবের একাংশেও রাতে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। সেখানে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। রাতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামগ্রিক পরিস্থিতির কথা জানান। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা বাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোটে আক্রমণ করে ভারতীয় সেনা।

Advertisement

Advertisement

Advertisement