খেলনা বন্দুক দেখিয়ে গয়নার দোকানে লুটের অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র এক জওয়ান। অনলাইন জুয়ায় আসক্তির কারণে আর্থিক সংকটে পড়ে ওই জওয়ান ছিনতাইয়ের পথ বেছে নেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ২২ বছর বয়সি কনস্টেবল গৌরব যাদবকে মধ্যপ্রদেশের শিবপুরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা জেলার ফরশ বাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত ১৯ জুন একটি গয়নার দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে সোনার ব্রেসলেট ছিনতাই করেন এক ব্যক্তি। ঘটনার পরই তিনি চম্পট দেন। বিষয়টি জানাজানি হতেই তদন্তে নামে দিল্লি পুলিশ।
Advertisement
তদন্তে নেমে দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে আসে। পুলিশ জানতে পারে, ছিনতাইকারী আসলে বিএসএফ-এর কনস্টেবল। গৌরব যাদব নামক ওই জওয়ানের বাড়ি মধ্যপ্রদেশের শিবপুরীতে। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি সোনার ব্রেসলেট।
Advertisement
পুলিশি জেরায় গৌরব যাদব অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, ২০২৩ সালে বিএসএফ-এ যোগ দিয়েছিলেন তিনি। চলতি বছরের মে মাসে প্রশিক্ষণ শেষে পোস্টিং হয় পাঞ্জাবের ফাজিলকাতে। সেখানেই ধীরে ধীরে তিনি অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং বিপুল অঙ্কের টাকা হারান। সেই টাকা জোগাড় করতেই তিনি অপরাধের পথে হাঁটার সিদ্ধান্ত নেন।
১৮ জুন ছুটি নিয়ে কর্মস্থল থেকে রওনা দিয়ে দিল্লিতে নেমে একটি খেলনা বন্দুক কিনে নেন গৌরব। সেটি ব্যবহার করেই ফরশ বাজার এলাকার গয়নার দোকানে ঢুকে ডাকাতি করেন। তার পর একে একে মেরঠ, লখনউ হয়ে শিবপুরীতে গিয়ে গা-ঢাকা দেন।
ধৃত গৌরব জানিয়েছেন, ছিনতাই করা ব্রেসলেটগুলির মধ্যে দুটি ২ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। ওই গয়না কারা কিনেছেন, তা জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
Advertisement



