হায়দ্রাবাদ বিমানবন্দরে বোমাতঙ্ক,ধৃত ১

ঘটনায় চেন্নাইয়ের বাসিন্দা কে ভি বিশ্বনাথনকে আরজিআই বিমানবন্দর পুলিশ গ্রেফতার করেছে।

Written by SNS New Delhi | July 7, 2019 5:39 pm

প্রতীকী ছবি(Getty Images)

রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বােমাতঙ্কের খবরে সকালে কয়েক ঘন্টা টান টান উত্তেজনা চললেও পরে স্বাভাবিক হয়ে যায়।ঘটনায় চেন্নাইয়ের বাসিন্দা কে ভি বিশ্বনাথনকে আরজিআই বিমানবন্দর পুলিশ গ্রেফতার করেছে।বিজেপির দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুরে হায়দ্রাবাদ পৌঁছন।কিন্তু তাঁর হায়দ্রাবাদ পৌঁছনাের কয়েক ঘন্টা আগে রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বােমাতঙ্কের খবরে একদফা নাটকীয় পরিবেশ তৈরি হয়।

পুলিশ জানিয়েছে,ধৃত যুবকটি মদ্যপ অবস্থায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীকে ইন্ডিগাে ও ট্রুজেট বিমানে বােমা রাখা আছে বলে জানায়।সেকেন্দ্ৰবাদের বেসরকারি সংস্থায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত।সঙ্গে সঙ্গে বিমানে তল্লাশি শুরু করা হয়।তারপর ওই যুবকটিকে আটক করে আইজিআই এয়ারপাের্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযুক্তের বিরুদ্ধে এসইউএএএসসিএ এ ধারায় মামলা করা হয়েছে।তাকে হেফাজতেও নেওয়া হয়েছে।

সামসাবাদের ডিসিপি বলেন,’ধৃত যুবকটি সকাল আটটার চেন্নাইয়ে বিমান ধরবে বলে রাত একটা তিরিশ মিনিটে বিমানবন্দর পৌঁছয়।সে রাতে বিমানবন্দরের ভিতরে পানশালায় মদ পান করে।সাড়ে ছটা নাগাদ তিনি স্মোকিং জোনে গেছিলেন।সেখান থেকে বেরােনাের সময়ে এস এফ অফিসারকে দেখতে পেয়ে বিমানে বােমা রাখার খবর দেন।তল্লাশি চালিয়ে জানতে পারা যায় ভুয়ো খবর।বিমান পরিষেবা স্বাভাবিক র‍্যেছে।জিজ্ঞাসাবাদ করা হচ্ছে’।