• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, তারাপুর থেকে প্রার্থী সম্রাট চৌধুরী, জেতা কেন্দ্র হাতছাড়া স্পিকারের

প্রথম তালিকায় ৭১ জন প্রার্থীর নাম রয়েছে

বিহারে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। প্রথম তালিকায় ৭১ জন প্রার্থীর নাম রয়েছে। বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয়কুমার সিংহের নাম রয়েছে প্রথম প্রার্থী তালিকায়। তবে তালিকায় নাম নেই বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। এবারের বিধানসভা নির্বাচন পারিবারিক ঘাঁটি তারাপুর থেকে প্রার্থী হচ্ছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

অতীতে সম্রাটের বাবা শকুনি চৌধুরী এবং মা পার্বতী দেবী , দু’জনেই এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে সম্রাট চৌধুরী বিহারের বিধান পরিষদের সদস্য। গত দেড় দশক ধরে তারাপুর নীতীশ কুমারের জেডিইউয়ের হাতে ছিল। ২০২১ সালের উপনির্বাচনেও তারাপুর থেকে জয়ী হয়েছিল জেডিইউ। এ বারের আসন সমঝোতায় জোটসঙ্গী বিজেপিকে ওই আসনটি ছেড়ে দিয়েছে নীতীশের দল।

Advertisement

বিহারের অপর উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার লড়বেন তাঁর ঘাঁটি লখীসরায় থেকে। ২০১০ সাল থেকে তিনি এই কেন্দ্রে লড়ছেন। তিন বার এখান থেকে জয়ীও হয়েছেন। তবে তাৎপর্যপূর্ণভাবে প্রথম তালিকা নাম নেই  বিহারের বিধানসভার স্পিকার তথা বিধায়ক নন্দকিশোরের। পাটনা সাহিব বিধানসভা থেকে গত দেড় দশক ধরে বিধায়ক হচ্ছেন তিনি। পাটনা সাহিবের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে অন্য কাউকে প্রার্থী করা হয়েছে। বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রত্নেশ কুশওয়াহা।

Advertisement

বিজেপির প্রথম সারির বেশ কয়েক জন নেতারও নাম রয়েছে প্রথম তালিকায়। কাটিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারাকিশোর প্রসাদ। পাশাপাশি দানাপুর থেকে রামকৃপাল যাদব, গয়া থেকে প্রেম কুমার, সিওয়ান থেকে মঙ্গল পাণ্ডে এবং সহরসা থেকে অলোকরঞ্জন ঝা-কে প্রার্থী করা হয়েছে।

বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ সমান সংখ্যক আসনে লড়ছেন। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৯টি আসনে লড়াই করবে প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দল এলজেপি। জিতনরাম মাঝির হাম এব‌ং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম ছ’টি আসনে লড়বে। গত রবিবার সন্ধ্যায় বিহারে ভোট পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলেন।

 

Advertisement