এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিতে পারে দেশের নির্বাচন কমিশনকে লেখা প্রাক্তন কেন্দ্রীয় সচিব ইএএস শর্মার লেখা চিঠি। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনার এসি পাণ্ডে ও অরুণ গোয়েলকে লেখা চিঠিতে প্রাক্তন কেন্দ্রীয় আমলা প্রশ্ন তুলেছেন—যেখানে দেশের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে বিইএল যুক্ত, সেখানে একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগ রয়েছে এমন চারজন ব্যক্তিকে কেন ডিরেক্টর পদে রেখে দেওয়া হচ্ছে।
Advertisement
এক্ষেত্রে বিইএলের দৈনন্দিন কাজকর্মের উপর ওই রাজনৈতিক দলের নজর রাখার সম্ভাবনা থেকে যায়। তাঁর দাবি, এর আগেও তিনি এই বিষয়টি কমিশনের নজরে এনেছিলেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি। লোকসভা ভোটের আগে বিষয়টি আবার সামনে এনে তিনি চেয়েছেন যাতে নির্বাচন কমিশন এই নিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করে। বিরোধীরাও এই বিষয়ে কমিশনের ভূমিকার সমালোচনা করেছে। আগামী দিনে ‘ইন্ডিয়া’ শিবির এইঁ নিয়ে কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার ।
Advertisement
Advertisement



