চতুর্থ প্রার্থী তালিকায় ১৫ জনের নাম ঘোষণা করল বিজেপি
দিল্লি, ২২ মার্চ – চতুর্থ প্রার্থী তালিকায় ১৫ জনের নাম ঘোষণা করল বিজেপি। তবে এবারও ব্রাত্য উত্তর প্রদেশ, বাংলার বাকি আসনগুলি। এবারের তালিকাতেও দক্ষিণ ভারতের প্রাধান্য। শুক্রবারের তালিকায় রয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরি মিলিয়ে মোট ১৫টি আসন। শিবগঙ্গা আসন থেকে বিজেপি-র টিকিটে লড়ছেন ড. দেবনাথন যাদব, তিরুভাল্লুর থেকে পন ভি বালাগঙ্গাবাথি এবং চেন্নাই নর্থ থেকে