অভিনব চুরির ঘটনা বেঙ্গালুরুতে! টাকা নয়, সোনাদানা নয়, দামি কোনও জিনিস নয়। চুরি হয়ে যাচ্ছে প্যাকেটভর্তি দুধ! এক-দুদিন নয়, এমনটা ঘটছে দিনের পর দিন! দোকান, সরবরাহকারীদের গুদাম শুধু নয় – বাড়িঘর থেকেও চুরি হয়ে যাচ্ছে দুধ। এই অদ্ভুত ধাঁচের চুরিতে ভ্যাবাচ্যাকা খোদ পুলিশও!
পুলিশি সূত্র মারফৎ জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুর কোনানাকুন্টে মেট্রো স্টেশনের পার্শ্ববর্তী একটি দোকানে দুধ সরবরাহ করা হয়েছিল। দোকানদার কিছুক্ষণের মধ্যেই আবিষ্কার করেন, সব দুধের প্যাকেট হাওয়া! এমনই ঘটনা ঘটেছে ইন্দিরানগর এলাকাতেও। কিছু বাড়ির সামনে থেকে চুরি হয়ে গিয়েছে দুধের প্যাকেট।
Advertisement
তদন্তের সূত্র ধরে পুলিশ জানায়, মূলত ভোরবেলার দিকেই এই ঘটনাগুলো ঘটছে। তদন্তের সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের শনাক্তকরণের চেষ্টা জারি রয়েছে।
Advertisement
উল্লেখ্য, বেশ কিছুদিন হল বেঙ্গালুরুতে দাম বেড়েছে প্যাকেট দুধের। এই অভিনব চুরির মূলে কি তবে মূল্যবৃদ্ধিই? এই দিকটাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
Advertisement



