• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মধ্যরাতে বিহার নির্বাচনে ১৮ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

বুধবার মধ্যরাতে বিহার নির্বাচনের জন্য আরও ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এর ফলে মোট ১০১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে গেল গেরুয়া শিবিরের।

বুধবার মধ্যরাতে বিহার নির্বাচনের জন্য আরও ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এর ফলে মোট ১০১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে গেল গেরুয়া শিবিরের। এনডিএ জোটের অন্যতম শরিক বিজেপি এবার ১০১টি আসনেই লড়াই করছে বিহারে। বুধবার বিকেলে ১২ জন প্রার্থীর নাম জানিয়েছিল তারা। আর মঙ্গলবার ৭১টি আসনে প্রার্থী নাম ঘোষণা করে গেরুয়া শিবির।

মোট ১৬ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি বিজেপি। বিজেপির তালিকা অনুযায়ী, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয়কুমার সিনহা যথাক্রমে তারাপুর এবং লখিসরাই থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির ৬ মন্ত্রীও এবার ভোটের টিকিট পেয়েছেন। দ্বারভাঙ্গা জেলার আলিনগর থেকে পদ্মফুল প্রতীকে লড়ছেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর।

Advertisement

বিহার বিজেপির প্রধান দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, এনডিএ এবার ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমেছে। তাই ফল আগের চেয়ে অনেক ভালো হবে। এনডিএ-র প্রধান প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। আরজেডির জোটসঙ্গী কংগ্রেস, আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। তবে এক্স হ্যান্ডলে কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।

Advertisement

বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) এবার ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই দুই দলই কয়েকজন প্রার্থী নাম ঘোষণা করেছে। অন্যদিকে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফা ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফা ১১ নভেম্বর। গণনা হবে ১৪ নভেম্বর।

Advertisement