বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনে ক্রমে বাড়ছে ভোটদাতাদের ভিড়। নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা পর্যন্ত গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ২৭.৬৫ শতাংশে। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই লম্বা লাইন পড়েছে। বহু এলাকায় ভোটারদের চোখে মুখে উৎসাহ স্পষ্ট। বিশেষ করে যুব সম্প্রদায় এবং প্রথমবারের ভোটারদের ভিড় নজর কেড়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবর অনুযায়ী, কিছু কেন্দ্রে ভোট শুরু হওয়ার প্রথম ঘণ্টা পর উল্লেখযোগ্য ভাবে ভোট গ্রহণের হার বাড়ে। ভোটদানে উৎসাহী মানুষজন বলেন, গণতন্ত্রের এই ‘উৎসবে’ সকলে অংশ নিলে তবেই প্রকৃত জনমত প্রতিফলিত হবে। নির্বাচন দপ্তর জানিয়েছে, সকাল থেকে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে। কোথাও বড় ধরনের গোলমাল বা ব্যাঘাতের হদিশ মেলেনি।
Advertisement
বিভিন্ন বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর দল টহল দিচ্ছে। কমিশনের তরফে নজরদারি চলছে বিশেষ দল দিয়েও। নির্বাচন দপ্তরের এক কর্তার কথায়, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। দুপুরের দিকে আরও বেশি ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে।’
Advertisement
এ দিন প্রথম দফায় একাধিক গুরুত্বপূর্ণ আসনে ভোট চলছে। মূলত গ্রামাঞ্চল, বড় জনবসতি এবং শহরতলির এলাকাগুলি জুড়ে ছড়ানো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফার ভোটের শতাংশই পরবর্তী পর্যায়ের ভোটের গতিপথ অনেকটা ঠিক করে দেবে। ভোটারদের মনোভাব কোন দিকে ঝুঁকছে, সে বিষয়ে এখনই নিশ্চিত মন্তব্য না করলেও তাঁরা মনে করছেন, প্রথম কয়েক ঘণ্টার ভোটদানের হারে সাধারণ মানুষের আগ্রহ খানিকটা স্পষ্ট।
কমিশন জানিয়েছে, দিনের শেষে চূড়ান্ত ভোটদানের হার আরও বাড়বে বলে অনুমান। মোটের উপর, বিহারের প্রথম দফার ভোট গণতান্ত্রিক ঐতিহ্যকে আবারও সামনে তুলে ধরল। এমনটাই বলছেন বহু ভোটার।
Advertisement



