• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

কুম্ভে মহিলাদের স্নানের ভিডিও বিক্রির অভিযোগে গ্রেপ্তার হুগলির যুবক

কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল, সমাজমাধ্যমে প্রয়াগরাজের কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক বদলের ভিডিও বিক্রি করা হচ্ছে।

কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল, সমাজমাধ্যমে প্রয়াগরাজের কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক বদলের ভিডিও বিক্রি করা হচ্ছে। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার সেই অভিযোগে পুলিশের জালে হুগলির যুবক। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমিতকুমার ঝা। সে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করেছে, সোশাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানো এবং ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য এইসব ভিডিও তৈরি করেছিল সে। এর আগে সমাজমাধ্যমে প্রয়াগরাজের কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক বদলের ভিডিও বিক্রি করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল গুজরাত পুলিশ। ধৃতদের মধ্যে এক ইউটিউবারও ছিল। একই সঙ্গে কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়।

১৭ ফেব্রুয়ারি পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে, সমাজমাধ্যমে প্রয়াগরাজের কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক বদলের ভিডিও বিক্রি করা হচ্ছে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এছাড়াও টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিয়ো বিক্রি হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমেই বেশ কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করে উত্তরপ্রদেশ পুলিশ। পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করে গুজরাত পুলিশ।