মন্দিরের ৫ কিলােমিটারের মধ্যে গােমাংস বিক্রি করা যাবে না, অসমে এল বিল 

অসম বিধানসভায় নতুন বিল পেশ করা হল গাে-সুরক্ষা। এই বিলে বলা হয়েছে, মন্দির চত্বরের ৫ কিলােমিটারের মধ্যে গাে-মাংস এবং মাংসজাত পণ্য কেনা-বেচা করা যাবে না।

Written by SNS Guwahati | July 14, 2021 11:26 am

অসম বিধানসভায় নতুন বিল পেশ করা হল গাে-সুরক্ষা। এই বিলে বলা হয়েছে, মন্দির চত্বরের ৫ কিলােমিটারের মধ্যে গাে-মাংস এবং মাংসজাত পণ্য কেনা-বেচা করা যাবে না।

সেই সঙ্গে হিন্দু, জৈন, শিখ এবং গাে মাংস না খাওয়া সম্প্রদায়ের বাস যেসব এলাকায় রয়েছে, সেই সব এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে। 

সােমবার অসম বিধানসভায় এই বিল পেশ করেন অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বশর্মা। গাে হত্যা, গাে-মাংস ভক্ষণ এবং বেআইনিভাবে গরু পাচার নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে এই বিলে।

সেই সঙ্গে কোথায় কোথায় গাে মাংসের দোকান থাকা চলবে না, তাও নির্দেশিকায় জানানাে হয়েছে।