• facebook
  • twitter
Friday, 13 June, 2025

নাশকতার ছক, অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

বড়সড় নাশকতার ছক, অল্পের জন্য রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস। লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেসও রক্ষা পেয়েছে।

বড়সড় নাশকতার ছক। অল্পের জন্য রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস। লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেসও রক্ষা পেয়েছে। পুলিশ সূত্রে খবর, রেললাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে চালকের তৎপরতায় রক্ষা পায় ট্রেন দুটি। চালকদের কাছে খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিক, আরপিএফ এবং জিআরপির কর্তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রেলের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দিয়েছিল ২০৫০৪ রাজধানী এক্সপ্রেস। উত্তর প্রদেশের হরদোই জেলায় ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। লাইন থেকে বাধা সরিয়ে প্রায় ১০ মিনিট পরে ফের এগোতে থাকে ট্রেনটি। এরপর গোটা বিষয়টি রেলকে জানান তিনি।

ওই একই লাইন দিয়ে লখনউগামী ১৫০৪৪ কাঠগোদাম এক্সপ্রেস যাচ্ছিল। রেললাইনে কাঠের টুকরো পড়ে থাকতে দেখেই আপৎকালীন ব্রেক কষেন চালক। পুলিশ জানিয়েছে, দু’টি ক্ষেত্রেই চালকদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কে বা কারা লাইনে কাঠের টুকরো ফেলে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

২০২৪ সালের শেষের দিকে বেশ কয়েকবার রেললাইনের উপর থেকে কাঠের টুকরো, সিলিন্ডার সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছিল। রেললাইনে নাশকতার সেই ঘটনাগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছিল কেন্দ্রীয় সরকার। ওই সংক্রান্ত যাবতীয় মামলা খতিয়ে দেখার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দায়িত্ব দেয় কেন্দ্র।