অযোধ্যা, ২৭ জুন – বর্ষার শুরুতেই বেহাল অযোধ্যার রাম মন্দির। বর্ষা শুরুর অল্প বৃষ্টিতেই মন্দির চুঁইয়ে জল পড়ার ঘটনা সামনে এসেছে। এবার ক্ষতিগ্রস্ত হল রামপথও। বুধবার রাতের কয়েক পশলা বৃষ্টির পরই রামপথের একটা বড় অংশ জুড়ে পিচ উঠে যায়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় মেরামতির কাজ। ওই ঘটনার জেরে রাম মন্দিরে যাতায়াতের মূল পথ কার্যত বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে অযোধ্যা জেলা প্রশাসন।