কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ফের বাংলার আকাশে মেঘের অশনি। দীপাবলি মোটের উপর ঝলমলে কাটলেও, ভাইফোঁটার বাজারে বাধ সাধতে পারে বৃষ্টি, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে বৃষ্টির দাপট যে খুব বেশি হবে এমনটা নয়। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৪ জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালীপুজো মিটতেই দক্ষিণের এই ৪ জেলাগুলিতে সকাল থেকে আকাশের মুখ ভার। তবে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সকাল থেকে রোদ ঝলমলেই। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
Advertisement
ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলে উঠে উত্তরবঙ্গ এখন ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে। নতুন করে বৃষ্টি ফের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে উত্তরের জেলাগুলির জন্য৷ কিন্তু, আশার কথা এই যে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
Advertisement
এদিকে বর্ষা বিদায় নিলেও, বাংলায় শীত ঢুকতে দিন কয়েকের দেরি আছে। কালীপুজোর দিনেও টের পাওয়া যায়নি হেমন্তের শিরশিরানি। উল্টে ঠাকুর দেখতে বেরিয়ে ঘেমে-নেয়ে স্নান করতে হয়েছে দর্শনার্থীদের৷ দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। সকালের দিকে কিছু অঞ্চলে ধোঁয়াশা এবং কুয়াশা দেখা দিতে পারে।
Advertisement



