শ্রাদ্ধানুষ্ঠানে খাবার খেয়ে নারায়ণপুর জেলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি একধিক জন। অভিযোগ খাবার খেয়ে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে অর্চা উন্নয়ন ব্লকের দুঙ্গা গ্রামে। এক কর্মকর্তা জানান, মৃতদের মধ্যে রয়েছেন দু’মাসের এক শিশু, বুধরী, বুধরাম, লক্ষে এবং উর্মিলা । শিশুটির মৃত্যুর কারণও খাবারে বিষক্রিয়া বলেই মনে করা হচ্ছে।
নারায়ণপুরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক টি. আর. কুনওয়ার জানান, ২১ অক্টোবর গ্রামের খাবারে বিষক্রিয়ার কারণে একাধিক মৃত্যুর খবর পান তারা। জেলাশাসক প্রতিষ্ঠা মামগাইয়ের নির্দেশে নারায়ণপুর ও বিজাপুর জেলার সিএমএইচও-দের নিয়ে এবং অর্চা ব্লকের ব্লক মেডিক্যাল অফিসারকে সঙ্গে নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। ওই দল গ্রামে গিয়ে অসুস্থদের চিকিৎসা শুরু করে, বলে জানান তিনি।
Advertisement
কুনওয়ার জানান, গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর জানা যায় যে ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর গ্রামের লোকেরা একটি শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে খাওয়ার পর অনেকেই বমি ও ডায়রিয়ায় ভুগতে শুরু করেন, এবং এক সপ্তাহের মধ্যেই পাঁচ জনের মৃত্যু হয়।
Advertisement
এক আধিকারিক জানান, ২১ অক্টোবর গ্রামে একটি স্বাস্থ্য শিবির আয়োজিত হয়, যেখানে ২৫ জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দু’জনের ম্যালেরিয়া ধরা পড়ে, ২০ জনের বমি ও ডায়রিয়ার উপসর্গ পাওয়া যায় এবং তিন জনের অন্য অসুস্থতা শনাক্ত হয়। সকলেই এই মুহূর্তে চিকিৎসাধীন।
Advertisement



