উত্তর ভারতে গত কয়েক সপ্তাহে আচমকা পর পর বন্ধ হয়ে গেল ফিটজি-র বেশ কয়েকটি কোচিং সেন্টার। দিল্লি এবং উত্তরপ্রদেশে গত কয়েকদিনে ফোরাম ফর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি -জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তথা ফিটজি-র ৮টি শাখা বন্ধ হয়ে গিয়েছে। সেন্টারগুলি বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত অভিভাবকদের, চরম সমস্যার মুখে শিক্ষার্থীরা। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারে ফিটজির বেশ কয়েকটি কোচিং সেন্টার বন্ধ হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দিল্লির লক্ষ্মী নগর, নয়ডা সেক্টর ৬২, উত্তরপ্রদেশের মেরঠ, গাজিয়াবাদ, লখনউ ও বারাণসীর ফিটজির শাখাগুলি বন্ধ হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের ভোপাল ও বিহারের পাটনাতেও বন্ধ হয়েছে ফিটজির সেন্টার।