• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভোটের আগেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কেজরিওয়ালের

দিল্লির জঙ্গপুরায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, নতুন সরকারে উপ-মুখ্যমন্ত্রী হবেন মণীশ সিসোদিয়া।

ফাইল ছবি

আর এক সপ্তাহ পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলই শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে। জনগণকে আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছে। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সম্পর্কে একটি বড় ঘোষণা করেছেন।

দিল্লির জঙ্গপুরায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, নতুন সরকারে উপ-মুখ্যমন্ত্রী হবেন মণীশ সিসোদিয়া। জঙ্গপুরা বিধানসভা আসনেরই প্রার্থী হলেন মনীশ সিসোদিয়া। আগে তিনি পাটপরগঞ্জ বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, কিন্তু এবার এই আসন থেকে অবধ ওঝাকে প্রার্থী করেছে আপ। অবধ ওঝা প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন।

Advertisement

কেজরিওয়াল বলেন, গতবার বিজেপির বিধায়করা ৮টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন। সেই সব এলাকায় তারাঁ কোনও কাজ করতে দিতেন না। আর তাই আপনাদের ভুল করেও এমন ভুল করা উচিত নয়। আপনাদের উচিত জঙ্গপুরা থেকে মণীশ সিসোদিয়াকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা এবং তাঁকে বিধানসভায় পাঠানো। আজ সবাই বলছে, দিল্লিতে আম আদমি পার্টির সরকার গঠন হচ্ছে। আসন্ন সরকারে মণীশজি আবার উপ-মুখ্যমন্ত্রী হবেন।

Advertisement

Advertisement