• facebook
  • twitter
Saturday, 22 March, 2025

ডবল ইঞ্জিন সরকার গঠনের আবেদন, দিল্লির জনগণকে চিঠি মোদীর

দিল্লির জনগণকে চিঠি লিখলেন মোদী। প্রতিটি বিধানসভা কেন্দ্রের নাগরিকদের কাছে ৭০ জন প্রার্থীর ছবি-সহ তাঁদের পরিচয় করিয়ে দিয়ে ওই চিঠি লিখেছেন।

ফাইল ছবি

দিল্লির জনগণকে চিঠি লিখলেন নরেন্দ্র মোদী। তিনি প্রতিটি বিধানসভা কেন্দ্রের নাগরিকদের কাছে ৭০ জন প্রার্থীর ছবি-সহ তাঁদের পরিচয় করিয়ে দিয়ে ওই চিঠি লিখেছেন। এতে দিল্লির জন্য কেন্দ্রীয় সরকারের করা কাজের বিবরণ দেওয়া হয়েছে। ডেভেলপড ইন্ডিয়া ভিশন ২০৪৭ উল্লেখ করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার গঠনের জন্য ভোটারদের কাছে আবেদন করা হয়েছে।

মোদী লিখেছেন, উন্নত ভারতের সংকল্প অর্জনে দিল্লির একটি বড় ভূমিকা রয়েছে। বিজেপি দিল্লিকে এমন ভাবে গড়ে তুলতে চায় যা নতুন বিশ্ব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হবে। দিল্লিতে মেট্রো এবং এক্সপ্রেসওয়ের একটি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এইমস সম্প্রসারিত করা হয়েছে। আধুনিক পরিকাঠামোর উপর জোর দেওয়া হয়েছিল। ভারত মণ্ডপম, যশোভূমির মতো আধুনিক কনভেনশন সেন্টারগুলি নির্মিত হয়েছে।

তিনি লিখেছেন, এই ভোট দিল্লির যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার। নরেন্দ্র মোদী দিল্লিতে ডাবল ইঞ্জিন সরকার গঠনের জন্য ভোটারদের কাছে আবেদন করেছেন। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার দিল্লিতে প্রচার করবেন। মোদীর জনসভা দ্বারকা সেক্টর-১৪-এ অনুষ্ঠিত হবে।

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত দলই পূর্ণ শক্তি নিয়ে প্রচার চালাচ্ছে। আম আদমি পার্টি গত ১০ বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে। এদিকে বিজেপি গত ২৭ বছর ধরে দিল্লিতে ক্ষমতার বাইরে। এবার বিজেপির জাতীয় রাজধানীতে ক্ষমতা অর্জনের জন্য মরিয়া হয়ে উঠেছে। দিল্লিতে লড়াই সরাসরি বিজেপি এবং আপের মধ্যে, তবে কংগ্রেসও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে।

দিল্লিতে ভোট হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ৭০টি বিধানসভা আসনের জন্য এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।