উত্তরাখণ্ডের চামোলির মানায় শনিবার সকালে উদ্ধারকাজ শুরু হওয়ার পর দেড় ঘণ্টার মধ্যে বর্ডার রোডস অর্গানাইজেশনের আরও ১৪ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পরও উদ্ধারকাজ চলছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে চামোলিতে তুষারধসে আটকে পড়েন ৫৫ জন শ্রমিক। এখনও ৫ জন শ্রমিক সেখানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার থেকেই উদ্ধারকাজের উপর নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শনিবার চামোলি জেলার মানা গ্রামে হেলিকপ্টার থেকে তুষারধসে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। জোশীমঠে উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।