• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানে ফোন, ধৃত এক

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে একজনকে গ্রেপ্তার করল সে রাজ্যের অপরাধদমন শাখা এবং গোয়েন্দারা। ধৃতের নাম কাশিম।

প্রতীকী চিত্র

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে একজনকে গ্রেপ্তার করল সে রাজ্যের অপরাধদমন শাখা এবং গোয়েন্দারা। ধৃতের নাম কাশিম। বয়স ৩২ বছর। সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানে একাধিক বার ফোনে যোগাযোগ করেছিলেন কাশিম। কাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, ওই সময়ে কাদের সঙ্গে কথা হয়েছিল, কাশিমের ফোন ঘেঁটে সেই তথ্য উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারীরা।

পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একাধিক আধিকারিকের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলে তদন্তকারী আধিকারিকদের দাবি। ওই ব্যক্তি একাধিকবার পাকিস্তানেও গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর ফোনও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনও গোপন তথ্য পাচার করেছেন কি না কাশিম, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Advertisement

২২ এপ্রিল পহেলগামে হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে ভারত। তার পর থেকেই পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক গ্রেপ্তারি শুরু হয়েছে। চরবৃত্তির অভিযোগে এখনও পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ এবং দিল্লি থেকে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে। যাঁদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, ব্যবসায়ী। এই তালিকায় নতুন সংযোজন রাজস্থানের কাশিম।

Advertisement

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে শনিবার গুজরাটের কচ্ছ থেকে সহদেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সন্ত্রাসদমন শাখা। তিনি পেশায় স্বাস্থ্যকর্মী। আইএসআই-এর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, নৌসেনার গোপন তথ্য পাকিস্তানি চরকে পাচার করেছেন সহদেব।

Advertisement