• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

৭৩ বছরের পুরনো গাডি়তে চেপে আহমেদাবাদ থেকে লন্ডন সফর এক ভারতীয় পরিবারের

নিজস্ব প্রতিনিধি: ৭৩ বছরের পুরনো গাড়িতে চেপে সবথেকে দীর্ঘ রোড ট্রিপ করে রেকর্ড গড়ল এক ভারতীয় পরিবার৷ গাড়ি নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন পর্যন্ত প্রায় ১০ হাজার ৫০০ কিলোমিটার সফর করেছে ওই গুজরাটি পরিবারটি৷ ৭৩ দিনের এই রোড ট্রিপ গত বছরই শেষ হয়েছে৷ তবে সম্প্রতি ইনস্টাগ্রামে এই ট্রিপ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল৷ ভারত থেকে লন্ডনের

নিজস্ব প্রতিনিধি: ৭৩ বছরের পুরনো গাড়িতে চেপে সবথেকে দীর্ঘ রোড ট্রিপ করে রেকর্ড গড়ল এক ভারতীয় পরিবার৷ গাড়ি নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন পর্যন্ত প্রায় ১০ হাজার ৫০০ কিলোমিটার সফর করেছে ওই গুজরাটি পরিবারটি৷ ৭৩ দিনের এই রোড ট্রিপ গত বছরই শেষ হয়েছে৷ তবে সম্প্রতি ইনস্টাগ্রামে এই ট্রিপ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল৷ ভারত থেকে লন্ডনের এই সরফরের প্রতিটি দিনই ছিল আকর্ষণীয়– একথাই জানিয়েছেন পরিবারের এক সদস্য৷

এই সফরে যা খরচ হয়েছে তা দিয়ে একটি মার্সিডিজ গাডি় কিনে নেওয়া যাবে৷ ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে, ১৯৫০ সালের এই গাডি়টি নিয়ে দমন ঠাকোর ও তাঁর পরিবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন৷ গাডি়টির নাম এমজি ওয়াইটি ‘লাল পরি’৷ এই গাডি় নিয়েই আড়াই মাসে ১৬টি দেশে যাত্রা করেছে এই গুজরাটি পরিবার৷

দমন ঠাকোর জানান, গাডি়টি ব্রিটেনের একটি কারখানায় তৈরি করা হয়েছিল৷ ওই কারখানাটিকেই ফাইনাল ডেস্টিনেশন ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম৷ এটি ওই গাডি়টির জন্য ছিল ‘ঘর ওয়াপসি’৷ উনি আরও জানিয়েছেন, গত বছরের ১২ অগাস্ট ৮০ কেজি খাবার নিয়ে যাত্রা শুরু হয়েছিল৷ ১৫ অগাস্ট মুম্বইতে পৌঁছে সমুদ্রপথে ওরা দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়৷ দুবাই থেকে সড়কপথে লাল পরিতে চেপে ২৬ অক্টোবর ওরা ইউকে-তে পৌঁছায়৷

এই যাত্রার আগে ১১ মাস ধরে পরিকল্পনা করেছিল এই পরিবারটি৷ গুজরাটের আশপাশে প্রচুর টেস্ট ড্রাইভের পর শুরু হয় যাত্রা৷ প্রতিটি দেশই তাঁদের কাছ থেকে স্থানীয় সড়ক কর আর বীমা শুল্ক নিয়েছে৷ কিন্ত্ত কোনও সমস্যাই তাঁদের ইচ্ছা শক্তিকে দমাতে পারেনি৷

২০২৩ সালের অক্টোবর মাসে এই সফর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরিবারের সদস্যরা৷ ওদের কথায় ‘পাগলামি, ঘাম আর রক্তের ৭৩ দিন’ খুবই রোমাঞ্চকর ছিল৷ জানা গিয়েছে, প্রথম ভারতীয় পরিবার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তাঁরা৷