• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অমৃতসরে পুলিশ-জঙ্গি এনকাউন্টার, গ্রেপ্তার তিন জঙ্গি

পাঞ্জাবের অমৃতসরে ফতেহগড় চুরিয়ান রোডে গ্রেনেড হামলাকারী তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা তিনজনই হ্যাপি পসিয়া গ্যাং-এর হয়ে কাজ করে।

পাঞ্জাবের অমৃতসরে ফতেহগড় চুরিয়ান রোডে গ্রেনেড হামলাকারী তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা তিনজনই হ্যাপি পসিয়া গ্যাং-এর হয়ে কাজ করে। ধৃতদের নাম লাভপ্রীত সিং, করণদীপ সিং এবং বুটা সিং। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, লাভপ্রীত সিং এবং বুটা সিং হেপাজত থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশের গুলিতে আহত হয়েছে তারা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের কাছ থেকে একটি একে-৪৭, কিছু কার্তুজ, একটি গ্লক পিস্তল এবং দুটি ৩০ বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, তিন সন্ত্রাসীই হ্যাপি পসিয়া গ্যাংয়ের হয়ে কাজ করত।

Advertisement

এনকাউন্টারের পরে ঘটনাস্থলে পৌঁছে অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুলার বলেন, পুলিশের টিম তিন যুবককে গ্রেপ্তার করেছে, যারা বিদেশে বসে থাকা হ্যাপি পাসিয়া এবং তার সহযোগীদের নির্দেশে কাজ করছিল। এই গ্রেপ্তার অমৃতসর পুলিশের জন্য একটি বড় সাফল্য। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও কয়েকটি রাইফেলও উদ্ধার করা হয়েছে। তিনজনই অমৃতসর গ্রামীণ এলাকার বাসিন্দা। টাকার জন্য সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে তারা।

Advertisement

কমিশনার বলেন, পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় লাভপ্রীত সিং এক পুলিশ অফিসারের পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি চালায়। জঙ্গিদের গুলির জবাবে পুলিশও গুলি চালাতে শুরু করে। লাভপ্রীত সিং এবং বুটা সিং গুলিবিদ্ধ হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, ফতেহগড় চুড়িয়ান রোডে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, তা এরাই ঘটিয়েছিল। জঙ্গিদের কাছ থেকে যা অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই অস্ত্রগুলো দুবাইয়ে বসে থাকা বুটা সিং-এর ভাইয়ের মাধ্যমে এসেছে। পুলিশ জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement