হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্যে উস্কানির অভিযােগ

মিথ্যা ভাষণের মাধ্যমে সাম্প্রদায়িত বৈরিতা জাগিয়ে তােলার অভিযােগ উঠলাে অসমের শীর্ষ স্থানীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে।

Written by SNS Guwahati | November 13, 2020 9:54 pm

হিমন্ত বিশ্বশর্মা (Photo: Twitter/@himantabiswa)

শিলচর বিমানবন্দরে এআইইইউডিএফ সমর্থকদের পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের নিন্দা করার পর এবার মিথ্যা ভাষণের মাধ্যমে সাম্প্রদায়িত বৈরিতা জাগিয়ে তােলার অভিযােগ উঠলাে অসমের শীর্ষ স্থানীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে।

গত সােমবার গুয়াহাটির ভাঙাগড় থানায় মন্ত্রীর বিরুদ্ধে অভিযােগটি দায়ের করেছে কংগ্রেস। গত ৫ নভেম্বর এআইইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমলের সমর্থকদের বিরুদ্ধে তােপ দেগে শর্মা ও অসমের অন্যান্য বিজেপি নেতারা অভিযােগ করেন, শিলচর বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে।

সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বিরােধী দলের সদস্যরা। তাদের দাবি, সমর্থকরা আজিজ খান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।