• facebook
  • twitter
Saturday, 12 July, 2025

বিমান দুর্ঘটনায় মৃত্যু বায়ুসেনার পাইলটের

গুজরাটের জামনগরের কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল বায়ুসেনার পাইলটের। বুধবার রাতে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে।

গুজরাটের জামনগরের কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল বায়ুসেনার পাইলটের। বুধবার রাতে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে। জামনগর বিমানবন্দর থেকে উড়েছিল ওই জাগুয়ার বিমান। ট্রেনিং-এর অংশ হিসাবে দুই পাইলট রাতে ওই বিমান নিয়ে উড়েছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিমান ভেঙে পড়ার পরেই একজন তা থেকে বেড়িয়ে আসেন। আরেকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। জামনগরের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে বিমান বাহিনীর একজন পাইলট মারা গিয়েছেন। ওই বিমানে থাকা অন্য পাইলট হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে ওই ঘটনা ঘটে তা তদন্ত করে দেখা হবে। এই জন্য ‘কোর্ট অফ এনকোয়ারির’ নির্দেশ দেওয়া হয়েছে। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে জাগুয়ারের দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দাউদাউ করে আগুন জ্বলছে বিমানের একটি অংশে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের অংশ। জামনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দারা জানান, বিমানটি হঠাৎ মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিকট শব্দও শোনা যায় আশপাশের এলাকা থেকে।