ভোটের আগে বিহারে বেকার যুবসমাজকে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার থেকে স্নাতক উত্তীর্ণ ২০-২৫ বছর বয়সি তরুণ-তরুণীরাও পাবেন মাসিক বেকার ভাতার সুবিধা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, এই নতুন সুবিধা মিলবে সর্বাধিক দু’বছরের জন্য। ভাতা হিসেবে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে যুবক-যুবতীদের।
সরকারিভাবে অবশ্য এই ভাতার নাম ‘বেকার ভাতা’ নয়। এর পোশাকি নাম ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’। কলা, বিজ্ঞান এবং বাণিজ্য, যে কোনও বিভাগে স্নাতক পাশ করা যুবক-যুবতীরা এই ভাতার আওতায় আসবেন। মূলত যাঁরা পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের সন্ধানে রয়েছেন, কিন্তু বর্তমানে কোনও কাজ বা আয়ের উৎস নেই, তাঁদের জন্যই এই প্রকল্প।
Advertisement
নীতীশ কুমারের দাবি, এই ভাতা কাজে লাগিয়ে তরুণরা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারবেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন। ফলে ভবিষ্যতের জন্য নিজেকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারবেন তাঁরা।
Advertisement
এটি ছাড়াও বিহার সরকার এর আগেও বিভিন্ন যুব-কেন্দ্রিক প্রকল্প ঘোষণা করেছে। চলতি বছরের জুন মাসে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’র আওতায় ইন্টার্নশিপে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের দেওয়া হবে মাসে ৪০০০ টাকা, আইটিআই বা ডিপ্লোমাধারীদের ৫০০০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণদের মাসিক ৬০০০ টাকা অনুদান। বিহারের অন্য জেলায় ইন্টার্নশিপ করলে অতিরিক্ত ২০০০ টাকা এবং রাজ্যের বাইরে গেলে ৫০০০ টাকা অতিরিক্ত সুবিধাও মিলবে।
সব মিলিয়ে, ভোটের আগে যুবসমাজকে পাশে পেতে মরিয়া হয়ে উঠেছে জেডিইউ-বিজেপি জোট। ইতিমধ্যেই একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের রেল পরিকাঠামোর উন্নয়নের জন্য কেন্দ্র ৩১৬৯ কোটি টাকার অনুমোদন দিয়েছে। আর রাজ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজের সূচনা হয়েছে সম্প্রতি। তরুণদের মন জয়ের এই রাজনৈতিক কৌশল কতটা ফলদায়ক হয়, তার উত্তর মিলবে আগামী বিধানসভা ভোটেই।
Advertisement



