রাজা হত্যাকাণ্ডের রহস্য এখনও পুরোপুরি সামনে আসেনি। খুনের নেপথ্যে রয়েছে একাধিক রহস্য আর সোনমের বয়ানে বার বার নাটকীয় পরিবর্তন। কিন্তু এই হত্যাকাণ্ডের পরেই সোনম ও প্রেমিক রাজের একটি ছবি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে রাজ একটি মেরুন রঙের কুর্তা পরে রয়েছেন। তাঁর কপালে রয়েছে লাল রঙের তিলক। আর সোনমের পরনে দেখা যাচ্ছে, একটি রুপোলি রঙের শাড়ি। রাজার ডান পাশে দাঁড়িয়ে তাঁকে যথেষ্ট হাসিখুশি দেখাচ্ছে। তাঁর কাঁধে আবার অন্য এক জন হাত দিয়ে রয়েছন। তবে সেই ব্যক্তি পরিচয় জানা যায়নি। এই ছবি প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয়ে গিয়েছে, রাজ-সোনম কি কোনও ধর্মীয়স্থলে গিয়েছিলেন? কোন জায়গায় গিয়েছিলেন, তা নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছে।
প্রসঙ্গত মধ্যপ্রদেশের ইন্দোরের যুবক রাজা রঘুবংশীকে মেঘালয়ে মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্ত্রী সোনম ও তাঁর প্রেমিক। তাঁদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে। পুলিশ তাঁদের সকলকেই জেরা করছে। এই খুনের ঘটনার তদন্তে নেমে প্রথম থেকেই মেঘালয় পুলিশ দাবি করে আসছে, সোনমের প্রেমিক রাজা কুশওয়াহা। কিন্তু সোনমের পরিবারের দাবি, তাঁদের কন্যাকে রাজ ‘দিদি’ বলেই ডাকে। তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। তবে পুলিশ সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। পাশাপাশি এটাও জানিয়েছে, রাজাকে খুনে সোনম ও রাজ দু’জনেরই হাত রয়েছে।
তবে পুলিশের এই দাবি সত্ত্বেও বেশ কয়েকটি প্রশ্ন ঘিরে এখনও যথেষ্ট রহস্য লুকিয়ে রয়েছে। সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ যখন মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই সমাজমাধ্যমে রাজা ও সোনমের ওই ছবি ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত মে মাসের তৃতীয় সপ্তাহে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান রাজা ও সোনম। সেখানে নিখোঁজ হয়ে যান তাঁরা দুজনেই। পরে ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, রাজাকে খুন করা হয়েছে গত ২৩ মে। খুনের অভিযোগ উঠেছে সোমন ও রাজের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্ত চললেও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তদন্তকারীরা। সেই উত্তরের খোঁজে লাগাতার জেরা চলছে অভিযুক্তদের। এরকম সময়ে রাজ ও সোনমের এই চাঞ্চল্যকর ছবি রহস্যের অনেক কিনারা করবে বলে মনে করা হচ্ছে।