নিজস্ব প্রতিনিধি— অ্যাঞ্জেল ডিজিটাল-এর ব্যানারে ঈদুজ্জোহা উপলক্ষে আসছে জমজমাট নাচের গান ‘একটা চুমা দে না’৷ অভিনয় করতে দেখা যাবে নতুন জুটি রাজ ও জিনা৷ গানটি রিলিজ করবে ঈদুজ্জোহা উপলক্ষে৷ আশা করা যায় এই গানটি শোনার সময় আট থেকে আশি পা নাচাবে৷ রাজের বিপরীতে থাকছে সংগীত বাংলা চ্যানেলের জনপ্রিয় অ্যাংকার এবং অভিনেত্রী জিনা তরফদার, কিছুদিন আগে তার অভিণীত নতুন ছবি মুক্তি পেয়েছে, শ্রীজিৎ মুখার্জির ‘অতি উত্তম’৷ এই গানটি পরিচালনা করেছেন-দেবাশীষ, কোরিওগ্রাফি করেছেন-পঙ্কজ শীল এবং সিনেমাটোগ্রাফার-মলয়, মেকআপ এবং হেয়ার স্টাইলিস্ট সঞ্জু হালদার৷
পরিচালক দেবাশীষ বলেছেন এই জুটি যদি হিট করে, বড় পর্দার জন্য কমার্শিয়াল ছবিতে নিয়ে আসবে এই ‘রাজ- জিনা’ জুটিকে৷ এই গানটি যে গেয়েছেন সেই সিঙ্গারকে দর্শক নিশ্চয় মনে রেখেছে, সিঙ্গার প্রসেনজিৎ মল্লিক৷ যার গাওয়া গানে জিৎ, দেব, অঙ্কুশ ফাটিয়ে নাচ করে মানুষের মন জিতে নিয়েছে, যেমন জিতের ‘আওয়ারা’ সিনেমার টাইটেল সং, দেবের ‘লাভ মি লাভ মি’, অঙ্কুশের ‘জামাই ৪২০’ টাইটেল সং…সেই প্রসেনজিৎ মল্লিক আবার সেই অবতারে ফিরে আসছে জমজমাট নাচের গান ‘একটা চুমা দে না’-এর মাধ্যমে৷ এই গানটির মিউজিক করেছে শ্রী প্রীতম৷ এই ‘একটা চুমা দে না’ নতুন গানটি একদম ফিল্মের স্টাইলে আসছে৷
Advertisement
Advertisement
Advertisement



