• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

মুক্তি পেয়েছে নতুন গান “তোর নামে নীল খামে”

জুটিতে দেবলীনা-কাইজার

নিজস্ব চিত্র

ভালোবাসার মাসে ভালোবাসার গান। এবারে দর্শকরা উপহার পেল অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা কাইজার খান এর নতুন গান। পুরোপুরি আলাদা লুকে, দর্শকদের জন্য চমক নিয়ে এই গানে দেখা গিয়েছে অভিনেত্রী দেবলীনা দত্তকে। গানের নাম “তোর নামে নীল খামে”, পরিচালনা করেছেন পরিচালক সুধীর দত্ত৷ শিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কন্ঠে শোনা গিয়েছে এই গান। কলকাতা শহরে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল এই গানের প্রকাশ অনুষ্ঠান। অভিনেত্রী দেবলীনা দত্ত, কাইজার খান সহ উপস্থিত ছিলেন প্রজেক্টের সমস্ত কলাকূশলীরা।

রোমান্টিক এই গানের শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে৷ অনুষ্ঠানে অভিনবভাবে সমস্ত অতিথিকে উপহার দেওয়া হয়েছে ‘নীলখাম’। অনুষ্ঠানে অভিনেত্রী দেবলীনা দত্ত জানান, “এই প্রজেক্টে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পেয়েছে। ভালোবাসার মানুষটিকে নীল খামে ভালোবাসা জানাতে বলছি আমরা এই গানে। কারণ শুধু এই ভালেন্টাইন দিন প্রেমিক প্রেমিকার দিন নয়। বন্ধু একজন বন্ধুর, মা সন্তান, ভাই বোন সবাই সবার ভালেন্টাইন হতে পারে। তাই নীল রঙ, কারণ নীল হল আকাশের রঙ। আর ভালেন্টাইন মানে ভালোবাসা হোক আকাশের মতো অবাধ। কাইজার খান ও পরিচালক সুধীর দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুন। এই গানটা নিয়ে আমি খুবই আশাবাদী”৷ গানটি মুক্তি পেয়েছে “ডি. সুধীর প্রোডাকশন হাউস”-এর ব্যানারে।

Advertisement

Advertisement

Advertisement