• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

সঞ্জয় লীলা বনশালীর প্রথম মিউজিক অ্যালবাম ‘সুকুন’ মুক্তি পাবে ৭ ডিসেম্বর

মুম্বই, ২ডিসেম্বর- সোমবার চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালী ঘোষণা করেছেন তাঁর প্রথম সঙ্গীত অ্যালবাম ‘সুকুন’ আগামী ৭ ডিসেম্বর সকল লিডিং স্ট্রিমিং অ্যাপে প্রকাশ করা হবে। বনশালী যিনি গুজারিশ, গোলিয়োঁ কী  রাসলীলা রাম-লীলা এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মতো ছবি পরিচালনার করেছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘কোভিড-১৯ মহামারীর লকডাউনের দুই বছরে ‘সুকুন’ (শান্তি) তৈরি করেছিলাম। কোভিডের কঠিন সময়ের মধ্যে

মুম্বই, ২ডিসেম্বর- সোমবার চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালী ঘোষণা করেছেন তাঁর প্রথম সঙ্গীত অ্যালবাম ‘সুকুন’ আগামী ৭ ডিসেম্বর সকল লিডিং স্ট্রিমিং অ্যাপে প্রকাশ করা হবে। বনশালী যিনি গুজারিশ, গোলিয়োঁ কী  রাসলীলা রাম-লীলা এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মতো ছবি পরিচালনার করেছেন। সম্প্রতি তিনি বলেছেন, ‘কোভিড-১৯ মহামারীর লকডাউনের দুই বছরে ‘সুকুন’ (শান্তি) তৈরি করেছিলাম। কোভিডের কঠিন সময়ের মধ্যে আমি ‘সুকুন’ তৈরি করার সময় শান্তি, শান্ত পরিবেশ পেয়েছি। আমি আশা করি শ্রোতারাও এটি শোনার সময় একই পরিবেশ খুঁজে পাবেন। তবলা, বাঁশি, গিটার, সারেঙ্গী, সেতার এবং হারমোনিয়াম সহ সঙ্গীত যন্ত্রের ধ্বনিতে তৈরী  অ্যালবামটিতে রয়েছে নয়টি গান। গানগুলিতে কণ্ঠ দিয়েছেন রশিদ খান, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পাপন, প্রতিভা বাঘেল, শৈল হাদা এবং মধুবন্তী বাগচি। সারেগামা ইন্ডিয়া লিমিটেড ব্যানারে প্রকাশিত পাবে ‘সুকুন’।

Advertisement

Advertisement