আকাশপথে মেলা দর্শনের সুযোগ। সোমবার থেকেই মহাকুম্ভ মেলা আকাশপথে দেখার সুযোগ পাচ্ছেন পুণ্যার্থীরা। হেলিকপ্টারে আকাশপথে মেলা দেখা যে মহার্ঘ্য তা–ও নয়। মাথায় রাখা হয়েছে পুণ্যার্থীদের বাজেটের দিকেও। গত বছর হেলিকপ্টার জয়রাইডের যে ভাড়া ছিল, এবছর সেই ভাড়া অর্ধেকেরও বেশি কমিয়েছে যোগী সরকার। এবছর মহাকুম্ভ মেলার হেলিকপ্টার জয়রাইডের ভাড়া গত বারের তুলনায় এক ধাক্কায় অনেকটাই কমিয়ে করা হয়েছে ১ হাজার ২৯৬ টাকা।
পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন, পর্যটক এবং ভক্তরা প্রয়াগরাজের ল্যান্ডস্কেপের উপরে উঠে বিশাল মহাকুম্ভ এলাকার একটি অতুলনীয় দৃশ্য দেখতে পাবেন। ভাড়া কমানোর উদ্দেশ্য একটাই, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই মহাযজ্ঞের আনন্দ চাক্ষুষ করার সুযোগ নিতে পারেন।
Advertisement
Advertisement
Advertisement



