ফের পিএসি চেয়ারম্যান পদের দায়িত্বে অধীর চৌধুরী

অধীর চৌধুরীকে ফের সংসদে পিএসি চেয়ারম্যান পদের দায়িত্ব দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।

Written by SNS New Delhi | March 23, 2021 11:17 am

অধীর রঞ্জন চৌধুরী (File Photo: IANS)

অধীর চৌধুরীকে ফের সংসদে পিএসি চেয়ারম্যান পদের দায়িত্ব দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। ২০১৯ সালে নির্বাচনে জেতার পর অধীর চৌধুরীকে লােকসভায় কংগ্রেসের দলনেতা করেছিলেন সনিয়া গান্ধি। সেই সঙ্গে পিএসি চেয়ারম্যান করেছিলেন। 

নিয়ম অনুযায়ী প্রতিবছরই সংসদের পিএসি কমিটির নতুন সদস্য মনােনয়ন করা হয়। তার পর নতুন কমিটি গঠন করা হয়। এই নিয়ে পর পর তিন বছর অধীরকেই চেয়ারম্যান পদের জন্য মনােনীত হলেন। 

প্রসঙ্গত, সংসদের পিএসি চেয়ারম্যান পদের মর্যাদা মন্ত্রিসভার সদস্যের সমতুল। ঐতিহাসিকভাবে এই পদের গরিমাও রয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কালে ১৯২১ সাল নাগাদ মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের সূত্রেই এই পদ তৈরি হয়েছিল।

অতীতে অটলবিহারী বাজপেয়ী, মুরলী মনােহর জোশী, নরসিংহ রাও, জ্যোতির্ময় বসু, হীরেন্দ্রনাথ মুখােপাধ্যায়, সন্তোষমোহন দেব প্রমুখ পিএসি চেয়ারম্যান পদে ছিলেন। সব থেকে বেশি দিন ধরে এই পদে ছিলেন মুরলী মনােহর জোশী ও বাজপেয়ী।