১৯৯৭ সালে বিয়ে ভেঙে দেওয়ার কারণে এক কিশোরীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। সেই সময় কিশোরীর বয়স মাত্র ১৫ বছর। ঘটনার জেরে খোয়া যায় কিশোরীর এক চোখ। বিকৃত হয়ে যায় মুখাবয়ব। দীর্ঘ ২৮ বছর পর অ্যাসিড হামলার ঘটনায় সরকারি ক্ষতিপূরণের টাকা হাতে পেলেন মহিলা। এখন তাঁর বয়স ৪৩ বছর।
ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের শাহজানপুরে। অ্যাসিড হামলার জেরে ওই কিশোরীর দেহের ৪৫ শতাংশ পুড়ে যায়। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। পাশাপাশি তৎকালীন উত্তরপ্রদেশ সরকার ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। যদিও এই ৫ লক্ষ টাকা এতদিন হাতে পাননি ওই মহিলা। আক্রান্ত মহিলা জানিয়েছেন, ‘আমার বাবা পেশায় দর্জি ছিলেন।
Advertisement
আর মা ঘরের কাজ করতেন। আমার উপর হামলার পর গোটা পরিবার ভেঙে পড়েছিল। দু’বছর পুরো শয্যাশায়ী ছিলাম। বাবার সমস্ত সঞ্চয় খরচ হয়ে যায়। চেয়েচিন্তে চিকিৎসা চলত। অস্ত্রোপচার মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছিল।’ দীর্ঘ লড়াইয়ের পর ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকা হাতে পেয়েছেন তিনি। যদিও এর জন্য অনেক লড়াই করতে হয়েছে ওই মহিলাকে। ২৮ বছর পর ৫ লক্ষ টাকা পেয়েছেন। কিন্তু এত বছরে ওই মহিলার খরচ হয়ে গিয়েছে অন্তত ৫০ লক্ষ টাকা। আগামীদিনে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা রয়েছে ওই মহিলার।
Advertisement
Advertisement



