• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইন্দোরে অস্ট্রেলিয়ান নিরাপত্তা ইনচার্জকে হয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার

তিনি আরও জানান, ‘ছয় ঘণ্টার সূক্ষ্ণ ও কৌশলগত অভিযানের মাধ্যমে আমরা অভিযুক্ত আক্বীল শেখকে গ্রেপ্তার করেছি, যিনি অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।'

প্রতীকী চিত্র

মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ইনচার্জকে হয়রানির ঘটনার তদন্তে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অতিরিক্ত ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাজেশ দন্ডোটিয়া জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ান দলের ম্যানেজমেন্ট নিরাপত্তা ইনচার্জ একটি ঘটনার তথ্য জানিয়েছেন। এ ঘটনায় বিএনএস ৭৪ ধারায় অবাঞ্ছিত আচরণ এবং ৭৮ ধারায় স্টকিংয়ের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ছয় ঘণ্টার সূক্ষ্ণ ও কৌশলগত অভিযানের মাধ্যমে আমরা অভিযুক্ত আক্বীল শেখকে গ্রেপ্তার করেছি, যিনি অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তিনি গতকাল আদালতের সামনে উপস্থিত হন এবং বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Advertisement

দন্ডোটিয়া জানিয়েছেন, ‘আজকের পুলিশি রিমান্ড শেষ হওয়ার পর আমরা তাঁকে আদালতে উপস্থাপন করব। আমরা চেষ্টা করছি যাতে অভিযুক্তকে রিমান্ডে পাঠানো যায়।’

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণাদি আদালতের কাছে উপস্থাপন করা হবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য স্থানীয় পুলিশ তৎপর রয়েছে।

Advertisement