• facebook
  • twitter
Monday, 16 June, 2025

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু

রাস্তা থেকে গাড়ি সরানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৬ জনের। মহারাষ্ট্রের বিড জেলায় সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

প্রতীকী চিত্র।

রাস্তা থেকে গাড়ি সরানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৬ জনের। মহারাষ্ট্রের বিড জেলায় সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। ডিভাইডারের উপর থেকে একটি গাড়ি রাস্তায় নামাচ্ছিলেন বেশ কয়েকজন। তখনই তাঁদের উপর দিয়ে একটি ট্রাক চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। ওই ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম – বালু আতকারে, ভাগবত পারালকার, শচীন নান্নাভরে, মনোজ কারান্দে, কৃষ্ণ যাদব এবং দীপক সুরাইয়ার। ট্রাক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

এর পাশাপাশি কর্ণাটকের বাল্লারি জেলায় পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। সান্দুর তালুকের জয়সিংপুরে একটি ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় একই পরিবারের দুই শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম – নান্দিশ (২৮), তাঁর স্ত্রী জয়লক্ষ্মী (২৫), নান্দিশের বোন আশা (৩২), আশার ৯ মাসের সন্তান বিন্দুশ্রী এবং ৫ বছরের সাঁই সাত্তিক। ওই ঘটনায় আহত এক শিশুকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এছাড়া টেক্কালাকোটের কাছে ১৫০(এ) জাতীয় সড়কে একটি গাড়ি ব্রিজে ধাক্কা মারায় মান্ড্যা জেলার মাদ্দুরের বাসিন্দ শশীধর (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।