হরিয়ানার গুরুগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন যাত্রী। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে গুরুগ্রামের জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত এসইউভিটি উত্তর প্রদেশ থেকে গুরুগ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটিতে তিনজন পুরুষ ও তিনজন মহিলা ছিলেন। ভোর সাড়ে ৪টা নাগাদ বেপরোয়া গতিতে চলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছ’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। প্রাণে বেঁচে যাওয়া যাত্রী বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুর্ঘটনার প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



