• facebook
  • twitter
Thursday, 6 February, 2025

দল ছাড়লেন ৮ আপ বিধায়ক

দিল্লি বিধানসভা নির্বাচনের হাতে গোনা কয়েকদিন ‍বাকি। তার আগেই ‍বড় ধাক্কা আপ শিবিরে। দল ছাড়লেন মোট ৮ জন ‍বিধায়ক।

ছবি: এ এন আই

দিল্লি বিধানসভা নির্বাচনের হাতে গোনা কয়েকদিন ‍বাকি। তার আগেই ‍বড় ধাক্কা আপ শিবিরে। দল ছাড়লেন মোট ৮ জন ‍বিধায়ক। শুক্র‍বার আপের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁরা। ‍বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লিতে প্রবল অস্বস্তিতে কেজরিওয়ালের দল। আপ সূত্রে দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নেন বিধায়করা। একই সঙ্গে আম আদমি পার্টির ৮ বিধায়কের ইস্তফায় দলের অন্দরেই প্রশ্ন উঠছে। দলীয় অন্তর্দ্বন্দ্ব এর কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, ৮ জন বিধায়ককেই এবার প্রার্থী করেনি আপ। তাঁদের ‍বদলে ওই কেন্দ্রগুলিতে নতুন মুখ আনা হয়েছে। সেই কারণেই ‍বিধানসভা ভোটের পাঁচদিন আগে আপ ছাড়লেন বিধায়করা। ত্রিলোকপুরীর ‍বিধায়ক রোহিত কুমার, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, মেহরৌলির ‍বিধায়ক নরেশ যাদব ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা, কস্তুরবা নগরের বিধায়ক মদন লাল,‍ বিজওয়াসনের ‍বিধায়ক বিএস জুন, পালাম আসনের বিধায়ক ভাবনা গউর। ২০২৫ সালের ‍বিধানসভা নির্বাচনে এঁদের কাউকেই টিকিট দেয়নি আপ। পালাম আসনের ‍বিধায়ক ভাবনা গউর কেজরিওয়ালকে লেখা চিঠিতে জানান, কেজরিওয়াল ও দলের উপর আস্থা হারিয়েছেন তিনি। একই কারণ দেখিয়েছেন মদল লালও।

আলাদা চিঠিতে তিনিও কেজরিওয়ালকে উদ্দেশ করে লেখেন, ‘আম আদমি পার্টি ও আপনার উপর আস্থা হারিয়েছি। তাই দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’ কেজরিওয়াল এবার আদর্শ নগর থেকে টিকিট দিয়েছেন মুকেশ গোয়েলকে। জনকপুরীর আপ প্রার্থী প্রবীণ কুমার, বিজওয়াসন থেকে সুরেন্দ্র ভরদ্বাজকে টিকিট দিয়েছেন কেজরী। পালামে ভাবনার জায়গায় এবার আপের টিকিটে লড়ছেন যোগিন্দর সোলাঙ্কী।