বিহারের রাজধানী পাটনায় মর্মান্তিক ঘটনা ঘটল। গান্ধী ময়দান থানা এলাকার কালেক্টরেট ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গঙ্গা নদীতে ডুবে ৬ যুবকের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, তাঁরা সকলেই গঙ্গা নদীতে ভলিবল খেলছিলেন। সেই সময় ভারসাম্য হারিয়ে ফেলেন এবং নদীতে ডুবে যান। স্নান করার জন্যই গঙ্গা নদীতে নেমেছিলেন তাঁরা। সেই সময় মৃত যুবকরা ভলিবল খেলা শুরু করেন।
এদিকে যুবকদের তলিয়ে যেতে দেখে স্থানীয় নাবিকরা তাঁদের দিকে ছুটে যান এবং বাঁচানোর চেষ্টা করেন। তবে বাঁচানো সম্ভব হয়নি তাঁদের। জলের ডুবে মৃত্যু হয়েছে বিশাল, রজনীশ, অভিষেক এবং গোবিন্দর। নিহতদের মধ্যে একজন নাবালকও রয়েছে বলে জানা যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত যুবকরা সকলেই মেসে থাকতেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতেন তাঁরা।
Advertisement
বিশাল নামে এক যুবক সবার প্রথমে ডুবে যেতে শুরু করেন। অন্যান্য যুবকরা তাঁকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু জলের তীব্র স্রোতে আটকা পড়েন তাঁরা। এর পর সবাই ডুবে যেতে শুরু করেন। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পুলিশ এনডিআরএফের সহায়তায় জলে ডুবে যাওয়া যুবকদের মৃতদেহ উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়। এর পর দুই যুবকের মৃতদেহ মেলে। বর্তমানে নিখোঁজ চারজনের দেহ খুঁজে বের করার চেষ্টা চলছে।
Advertisement
Advertisement



