চামোলি, ২৮ ফেব্রুয়ারি– ভারি তুষারপাতে বেশ কিছুদিন ধরেই বিপর্যস্ত উত্তরের পাহাড়ি রাজ্যগুলি। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরে ভারি তুষারপাত হয়ে চলেছে। এর জেরে শুক্রবার সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ ধামের কাছে হিমবাহের চাঙড় ভেঙে পড়ে আটকে পড়েন বহু শ্রমিক। জানা গিয়েছে, এঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও আটকে রয়েছেন প্রায় ৪১ জন শ্রমিক।
জোর কদমে চলে উদ্ধারকাজ। শ্রমিকদের চাপা পড়ার ঘটনায় উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সমস্ত শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা জানিয়েছেন।
হিমবাহের চাঙড় ভেঙে যে সমস্ত শ্রমিকরা আটকে পড়েছেন তাঁরা সকলেই বর্ডার রোড অর্গানাইজেশনের ঠিকাদারের অধীনে ওই এলাকায় কর্মরত। এদিন কমপক্ষে ৫৭ জন শ্রমিক চাপা পড়ে যান। এঁদের মধ্যে শেষ পাওয়া খবরে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। শ্রমিকদের উদ্ধার করতে একযোগে কাজ করে চলেছে স্থানীয় প্রশাসন, পুলিশ, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অনবরত বৃষ্টি এবং তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। পুলিশের তরফে আইজি নীলেশ আনন্দ ভরানে জানিয়েছেন, ঘটনাস্থলে তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
যোশীমঠ থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজও চলছে যাতে অ্যাম্বুলেন্স সহজেই নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে পারে। প্রস্তুত রাখা হয়েছে হেলিপ্যাডও।
চামোলি প্রশাসনের তরফে জানানো হয়েছে, বর্তমানে ভারি তুষারপাতের কারণে ঘটনাস্থলে হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম পাঠানো সম্ভব হচ্ছে না। অবিরাম হয়ে চলেছে তুষারপাত। তবে সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল।
এদিকে মৌসম ভবনের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে, যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।
উল্লেখ্য, ২০২১ সালে চামোলি জেলায় নন্দা দেবী হিমবাহের একটি অংশ ভেঙে পড়ে বহু মানুষ প্রাণ হারান। আহত ও নিখোঁজ হন বহু মানুষ।