• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

হিমাচলে প্রবল তুষারপাতে মৃত ৪

রাস্তায় গাড়ির ভিড় সামলানোর জন্য আপাতত রাজ্যের তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের ২২৩টি রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা পরিষ্কার করতে দুটি স্নো ব্লেয়ার নামানো হয়েছে।

সংগৃহীত চিত্র

হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত। বরফের মোটা চাদরে ঢাকা পড়েছে বহু রাস্তা। মৃত্যুর হয়েছে চারজনের। বরফের আস্তরণে রাস্তা ঢেকে যাওয়ার ফলে রাস্তায় ট্রাফিক জ্যাম দেখা দিয়েছে। জনজীবন মন্থর হয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন। সিমলা ছাড়াও হিমাচল প্রদেশের কিন্নাউর, লাহাউল, মান্ডি, ছাম্বা ও সিরমাউরে ভারী তুষারপাত হয়েছে। রাস্তায় গাড়ির ভিড় সামলানোর জন্য আপাতত রাজ্যের তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের ২২৩টি রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা পরিষ্কার করতে দুটি স্নো ব্লেয়ার নামানো হয়েছে।

এমনিতেই এখন বড়দিন ও ইংরেজি নববর্ষ পালনের উৎসব চলছে। ইতিমধ্যে সেই উপলক্ষে সিমলা, কুলু, মানালিতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। তবে আবহাওয়া খারাপ হলেও পর্যটকরা থেমে নেই। সূত্রের খবর, গতবারের তুলনায় এবার ৩০ শতাংশ বেশি পর্যটকের আগমন ঘটেছে। ফলে হোটেলের রুমগুলি পর্যটকে ভর্তি। কিন্তু ভারী তুষারপাতের জেরে রাস্তা বন্ধ হয়ে থাকায় পর্যটকদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে।

Advertisement

এদিকে হিমালয় পর্বতমালা অধ্যুষিত এই রাজ্যে জাঁকিয়ে শীত পড়তেই স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারপাতের জেরে রাজ্যের একাধিক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনও পর্যন্ত ৩৫৬টি অভিযোগ জমা পড়েছে। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Advertisement

Advertisement