ফের বাসে আগুন লেগে মৃত্যু তিন যাত্রীর। আহত অনেকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায়। বৃহস্পতিবার ভোররাতে একটি বেসরকারি বাস ও লরির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। এরপর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসচালক এবং লরির চালক-সহকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১টা ৩০ মিনিট নাগাদ। বেসরকারি বাসটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে তেলঙ্গানার হায়দরাবাদে যাচ্ছিল। সেই সময় আচমকা বাসটির ডান দিকের চাকা ফেটে যায়।
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় ওই লেনে আসা একটি কন্টেনার লরিকে সজোরে ধাক্কা মারে। লরিতে অনেক মোটরবাইক ছিল। বাসের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তার পরই লরি এবং বাসে আগুন ধরে যায়।
Advertisement
স্থানীয়েরা জানিয়েছেন, মাঝরাতে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙ যায়। রাস্তায় এসে দেখেন একটি বাস এবং লরির সংঘর্ষ হয়েছে। আগুন ধরে গিয়েছে দু’টিতেই। সঙ্গে সঙ্গে তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। বাসের হেল্পার জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয়েরাও তৎপরতার সঙ্গে কাজ করেন। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঝলসে মৃত্যু হয় তিন জনের।
Advertisement
মৃতদের মধ্যে রয়েছেন বাস এবং ট্রাক চালক এবং বাসের আর এক কর্মী। বাসে ৩৬ জন যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগকেই উদ্ধার করা হয়েছে। আহতদের নান্দিয়াল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টায়ার ফেটে যাওয়ার কারণেই চালক বাসের উপর নিয়ন্ত্রণ হারান এবং তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলাতেও একই ধরনের দুর্ঘটনায় একটি বাসে আগুন ধরে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। বেসরকারি সংস্থার মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় বাইকটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। ঘটনাচক্রে, রাজস্থানের মতোই হায়দরাবাদেও দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাতানুকূল ছিল।
দুর্ঘটনার সময় অনেক যাত্রীই ঘুমিয়েছিলেন। তবে বাসে আগুন ধরেছে বুঝতে পারার পরেই তাঁদের অনেকে জানলা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচান। কিন্তু অনেকেই বাইরে বেরোতে পারেননি। নান্দিয়াল এই সাম্প্রতিক ঘটনা ফের একবার রাতের যাত্রার ঝুঁকি, বেসরকারি দূরপাল্লার বাসগুলির রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।
Advertisement



