ফাঁস হল ৩ কোটি গ্রাহকের ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য

ফাঁস হয়ে গেল কমপক্ষে তিন কোটি গ্রাহকের তথ্য। প্রায় হাজারটি দোকান থেকে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর।

Written by SNS New Delhi | January 30, 2020 4:05 pm

প্রতিকি ছবি (Photo: iStock)

ফাঁস হয়ে গেল কমপক্ষে তিন কোটি গ্রাহকের তথ্য। প্রায় হাজারটি দোকান থেকে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর। এই ঘটনাকে বিশ্বের বৃহত্তম হ্যাকিংয়ের ঘটনা বলে দাবি করা হচ্ছে।

এই দাবি করেছে আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা জেমিনি অ্যাডভাইজরি। দাবি, বিখ্যাত মার্কিন সংস্থা ওয়াওয়া’র গ্রাহকদের ব্যাঙ্কিং তথ্য হ্যাক হয়ে গিয়েছে।

চুরি যাওয়া ব্যাঙ্কিং তথ্য অনলাইনে জোকারস স্ট্যাশ নামে। এক সংস্থার কাছে বিক্রি করার জন্য হ্যাকাররা জমাও করেছে বলেও দাবি করা হয়েছে ওই রিপাের্টে। কমপক্ষে তিন কোটি গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ড তথ্য বিক্রি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত গত ডিসেম্বরে ওয়াওয়ার সার্ভারে ম্যালওয়ার হানা হয়। যার ফলে বেশ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল সংস্থার পেমেন্ট ব্যবসা। ওই সময়ই হ্যাকিং-এর জেরে তথ্য ফাঁস হয় বলে দাবি জেমিনি অ্যাডভাইজরির।