আর্থিক দুর্নীতির অভিযােগে গ্রেফতার করা হলাে। বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা সঞ্জীব পালকে। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা নেতাকে গ্রেফতার করে।
একটা সময় সঞ্জীব পাল তৃণমূলের কর্মচারী সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির নেতা ছিলেন। তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যােগদান করেন। সঞ্জীব পাল আলিপুরদুয়ারে আরটিও’তে কর্মরত।
Advertisement
শনিবার তাকে নগর দায়রা আদালতে তােলা হয়। এপ্রিল মাসে এই নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণােদিত হয়ে মামলা করে দুর্নীতি দমন শাখা। জানা গেছে ৬২ লক্ষ টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযােগে তাকে গ্রেফতার করা হয়। বিজেপির মধ্যেও এই নেতাকে নিয়ে অসন্তোষ বাড়ছিল।
Advertisement
Advertisement



