জয়পুর, ১০ মার্চ: এবার রাজস্থান কংগ্রেস শিবিরে ভাঙন ধরাল বিজেপি। বিধানসভা ভোটে হারের পর কংগ্রেসের কাছে এটাই সবচেয়ে বড় ধাক্কা। রবিবার গেহলট মন্ত্রিসভার প্রাক্তন কৃষিমন্ত্রী লালচাঁদ কাটারিয়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব বিজেপিতে যোগ দিলেন। সেই সঙ্গে রাজস্থানের আরও ২৩ জন কংগ্রেস নেতা পদ্মশিবিরে যোগ দিলেন।
জানা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কাটারিয়া। তিনি মনমোহন সরকারেরও মন্ত্রী ছিলেন। এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং রাজ্য শাখার সভাপতি সি পি যোশির উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন।
Advertisement
এছাড়া কংগ্রেসের একঝাঁক প্রাক্তন বিধায়ক যোগ দেন বিজেপিতে। সেই তালিকায় নিঃসন্দেহে বড় নাম শচীন পাইলটের ঘনিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী খিলাড়িলাল বৈরওয়া। মন্ত্রী-নেতাদের দলত্যাগের পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট লিখেছেন, দলত্যাগী নেতাদের পরিচিতি দিয়েছিল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, দলের বড় পদ দেওয়া হয়েছিল। কিন্তু এরা কঠিন সময়ে দল ছেড়ে পালাল।
Advertisement
লোকে বলছে, এদের উপর এজেন্সির চাপ রয়েছে। তাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভজনলাল এবং সি পি যোশি, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী প্রমুখ। যোগদানের পর খিলাড়িলাল বৈরওয়া অবশ্য অন্য সুর শোনান। তিনি কংগ্রেস নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন।
Advertisement



